সবাই স্বৈরশাসকের দোসর, তাই নিজেই নিলেন একাধিক দায়িত্ব
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইলেকট্রনিক এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ ফেরদৌস রহমান।
বুধবার (১ জানুয়ারি) রেজিস্টার ড.মো. হারুন আর রশিদ ও অতিরিক্ত রেজিস্টার মোস্তাফিজুর রহমান মন্ডলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব দেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই প্রতিবেদকের হাতে কাগজটি আসে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর,এর বহিরাঙ্গন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে আপনাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।
এই আদেশ ০১ জনুয়ারি ২০২৫ তারিখ হতে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
দিকে সংশ্লিষ্ট অনেকে জানিয়েছেন, সামনে সিন্ডিকেট মিটিং রয়েছে। তাই যারা বহিরাঙ্গনের পরিচালক হয় তারা পদাধিকারবলে সিন্ডিকেট সদস্য হয়। এ কারণে তাড়াহুড়া করে বহিরাঙ্গন পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাময়িক দায়িত্বপ্রাপ্ত বহিরাঙ্গন পরিচালক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো ফেরদৌস রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে সব আওয়ামীলীগ ও স্বৈরশাসক এর দোষর হওয়ায় কোনো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই আমাকে সাময়িক ভাবে বহিরাঙ্গন পরিচালক এর দায়িত্ব দেওয়া হয়েছে।
একই ব্যক্তি দুইটি প্রশাসনিক পদে থাকতে পারেন কিনা জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন আর রশিদ বলেন, কর্তৃপক্ষ মনে করেছে তাকে দেওয়া যায় সেজন্য তাকে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী বলেন, এ পদের জন্য উপযুক্ত লোক দেওয়ার পরিস্থিতি এখন নেই, তাকে দায়িত্ব দিলাম এই কারণে যাতে কোনো আইনগত সমস্যায় না পড়ে।