যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-10-31 13:05:01

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্রটি ৮৬ মিনিট উড়ে গিয়ে দেশটির পূর্ব উপকূলের সাগরে রাশিয়া–জাপানের মাঝামাঝি জায়গায় আছড়ে পড়ে।

জাপান ও দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

আমেরিকায় আঘাত হানা উদ্দেশ্যেই এই দূরপাল্পার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে কিম জং উন বলে ধারণা প্রতিরক্ষা বিশেষজ্ঞদের।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের পাশ থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। পরে জাপান সরকারের তরফে জানানো হয়, সকাল ৮টা ৩৭ মিনিটে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রটি সাগরে পড়েছে।

২০১৭ এবং ২০২২ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। পরিকল্পিতভাবেই এবার পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে বেছে নেওয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।

এর আগে, উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ জানিয়েছিল পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে কিম প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Related News