নায়াগ্রা জলপ্রপাতে দুই সন্তানকে নিয়ে এক নারীর ঝাঁপ

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-31 17:23:48

নিউইয়র্কের এক নারী দুই সন্তানকে নিয়ে নায়াগ্রা জলপ্রপাতে ঝাঁপ দিয়েছেন। এতে তিনজনই মারা গেছেন। দুই সন্তান রোমান রসম্যানের বয়স ৯ বছর আর মেকা মানের বয়স মাত্র ৫ মাস। তারা নায়াগ্রা জলপ্রপাত এলাকার বাসিন্দা ছিলো।   

বুধবার (৩০ অক্টোবর) নিউইয়র্ক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় নিউইয়র্ক পোস্ট।

নিউইয়র্ক স্টেট পুলিশ জানিয়েছে, চিয়্যান্টি মানে (৩৩) নামের ওই নারী সোমবার রাতে লুনা দ্বীপের গার্ডেলের ওপর দিয়ে যাওয়া জলপ্রপাতটির ২০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছেন।  

তবে জলপ্রপাতটিতে ওই নারী ইচ্ছাকৃতভাবে ঝাঁপ দিয়েছেন বলে ধারনা করছেন তদন্ত কর্মকর্তারা। বুধবার পর্যন্ত উদ্ধারকারীরা তাদের মৃতদেহ উদ্ধার করতে পারেনি। 

ওই নারীর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি একজন গার্হস্থ্য সহিংসতার পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন। তিনি বাফেলোর একটি স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এমন মৃত্যুতে তার বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানাতে শুরু করেন।

ফেসবুকে তার বন্ধু কায়শাওনা মরগান লিখেছেন, “এ ঘটনা শোনার পর আমি বাকরুদ্ধ হয়ে কাঁদছি। সারারাত ঘুমাতে পারিনি।”

মিচ মলিনা নামে আরেকজন লিখেছেন, “আপনি এবং আপনার সন্তানরা আমার কাছে অনেক প্রিয় ছিলেন। এঘটনা শোনার পর আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি তা বলে বুঝানো সম্ভব না।”

এর আগেও এখান থেকে এমন ঘটনা ঘটেছে। ২০২৩ সালে এক নারী তার ছেলেকে নিয়ে জলপ্রপাতটিতে ঝাঁপ দিয়েছিলেন। তবে উদ্ধারকারীরা পাঁচ বছরের শিশুটিকে বাঁচাতে সক্ষম হলেও ওই নারীকে বাঁচানো যায়নি।

উল্লেখ্য, লুনা দ্বীপের ওপর দিয়ে যাওয়া নায়াগ্রা জলপ্রপাতটি নিউইয়র্কের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

Related News