মেক্সিকোতে ২৪ ঘণ্টায় ২ সাংবাদিক খুন

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-10-31 16:33:40

সহিংসতাপীড়িত মেক্সিকোতে ২৪ ঘণ্টায় ২ সাংবাদিক খুনের শিকার হয়েছেন। এ ছাড়া আরো এক সাংবাদিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) যুক্তরাজ্যের বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানায়।

খবরে বলা হয়, মেক্সিকোর সহিংসতাপীড়িত পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোলিমাতে ২৪ ঘণ্টার মধ্যে ২ সাংবাদিক খুন হয়েছেন। এ ছাড়া আরো এক সাংবাদিক গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই প্রদেশে পরস্পরের সঙ্গে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর দ্বন্দ্বের জের ধরে এর আগে স্থানীয় প্রতিনিধি, রাজনীতিবিদসহ অনেকেই হত্যার শিকার হয়েছেন।

প্রদেশ প্রসিকিউটরের বরাত দিয়ে জানানো হয়, মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোলিমায় বুধবার বিকেলের দিকে এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়।

তার নাম প্যাট্রিসিয়া রামিরেজ। তার ডাক নাম পেটি বানবারি। নিউইয়র্কভিত্তিক সাং বাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, প্যাট্রিসিয়া বিনোদনবিষয়ক সাংবাদিক ছিলেন।

এর আগের দিন মঙ্গলবার আরো এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। তার নাম মৌরিসিও ক্রুজ। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মিচুয়াকানে অবস্থিত উড়ুয়াপন শহরে গুলি করে হত্যা করা হয়।

মৌরিসিও ক্রুজ মাদক কারবারীরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে যে খুন করতেন, সে বিষয়ে সংবাদ প্রকাশ করতেন। তাকে হত্যার কয়েক মিনিট আগে তিনি অপরাধবিষয়ক নিউজ ফেসবুকে লাইভ প্রচার করছিলেন।

একই সময়ে দুর্বৃত্তদের গুলিতে আরেক সাংবাদিক আহত হয়েছেন। কিন্তু তার নাম প্রসিকিউটর অফিস থেকে প্রকাশ করা হয়নি।

অক্টোবর মাসের প্রথম দিকে অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী হয়ে ক্লাউডিয়া শেইনবাউম মেক্সিকোর প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন। তার দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রথম সাংবাদিক হত্যার ঘটনা।

Related News