উত্তর ইসরায়েলে হিজবুল্লাহ'র পৃথক দুটি রকেট হামলায় চার বিদেশি কর্মী এবং তিন ইসরায়েলিসহ ৭ জন নিহতের খবর পাওয়া গেছে।
শনিবার (০২ নভেম্বর) যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ'র দুটি পৃথক রকেট হামলায় উত্তর ইসরায়েলে সাতজন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বলছে, কয়েক মাসের মধ্যে এই ধরনের হামলার ইসরায়েলের জন্য মারাত্মক ঘটনা।
ইসরায়েলি ও থাই কর্মকর্তারা জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলার কাছে হিজবুল্লাহ'র রকেট হামলায় এক ইসরায়েলি নাগরিকসহ চারজন নিহত হয়েছেন।
উপকূলীয় শহর হাইফার উপকণ্ঠে কিবুতজ আফেকের কাছে অপর রকেট হামলায় দুই ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।
হিজবুল্লাহ বলছে, তারা হাইফার উত্তরে ক্রায়োট এলাকায় এবং মেটুলা থেকে সীমান্তের ওপারে অবস্থিত লেবাননের খিয়াম শহরের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর দিকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ করেছে।
এদিকে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় উত্তর-পূর্ব লেবাননে কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছেন।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের উত্তর গাজায় দুটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এতে কমপক্ষে ৫০ শিশুসহ ৮৪ জন নিহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, উত্তর গাজার দুটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় ৫০ জনেরও বেশি শিশুসহ ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজার ২৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ এক হাজার ২৭ জন।
অপরদিকে লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮৬৭ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও ১৩ হাজার ৪৭ জন।