মার্কিন নির্বাচন: ছড়িয়েছে ভুয়া ভিডিও, এফবিআইয়ের সতর্কতা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-06 02:44:12

ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) বলছে যে মার্কিন নির্বাচন সম্পর্কে মিথ্যা বর্ণনা প্রচারের জন্য সংস্থার নাম এবং চিহ্ন ব্যবহার করা হচ্ছে।

অনলাইনে এসব ভুয়া ভিডিও ছড়ানোর তথ্য দিয়ে সংস্থাটি বলেছে, এগুলোতে ভোটারদের মধ্যে সংশয় তৈরি করতে কেন্দ্রে বোমা হামলার হুমকি এবং কারচুপির বিষয়ে নানান তথ্য প্রচার করা হচ্ছে। খবর আল-জাজিরার।

একটি সুত্র বলেছে, একটি বানোয়াট নিউজ ভিডিও ক্লিপ যা এফবিআই-জারি করা সন্ত্রাসী সতর্কবার্তা বলে প্রমাণিত হয়েছে, যাতে ভোটকেন্দ্রে সন্ত্রাসী হুমকির কারণে আমেরিকানদের "দূর থেকে ভোট" ‘রিমোটলি’ দেওয়ার জন্য মিথ্যাভাবে আহ্বান জানানো হয়েছে।

এফবিআই একটি বিবৃতিতে বলেছে, "এই ভিডিওটি প্রামাণিক নয় এবং বর্তমান হুমকির ভঙ্গি বা ভোটদানের অবস্থানের নিরাপত্তাকে সঠিকভাবে উপস্থাপন করে না।"

ভিডিওতে দোদুল্যমান রাজ্যগুলোর কারগারগুলোতে ভোট নিয়ে জালিয়াতির অভিযোগও করা হয়েছে।

ভিডিওগুলো এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে একটি এফবিআইর সংবাদ বিজ্ঞপ্তি এবং আরেকটি সিবিএস নিউজের প্রতিবেদনের মত করে প্রচার করা হচ্ছে। তবে এগুলো এক্স প্ল্যাটফর্মে খুব বেশি ভিউ পায়নি।

এবারের ভিডিও দুটি নিয়ে এফবিআই বলেছে, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নিচু করে দেখাতে এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে আস্থা নষ্ট করতে এসব ভিডিও ছাড়া হয়েছে।

Related News