মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক্স-এ এক টুইট বার্তায় মোদি ট্রাম্পকে অভিনন্দন জানান। খবর হিন্দুস্থান টাইমস।
টুইট বার্তায় ট্রাম্পকে বন্ধু সম্বোধন করে মোদি লেখেন, "ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার বন্ধু ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের উপর ভিত্তি করে আমি ভারত-মার্কিনের বৈশ্বিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে চাই। আপনার সঙ্গে কাজ করতে আমি উন্মুখ। আসুন একসাথে, আমাদের জনগণের উন্নতির জন্য বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির প্রচারের জন্য কাজ করি।"
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভালো। ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে ভারতের আহমেদাবাদে এসেছিলেন আর ২০১৯ সালে ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় নরেদ্র মোদি যুক্তরাষ্ট্রের হিউস্টনে সফর করেছিলেন।