ট্রাম্পের জয়ের প্রতিক্রিয়ায় যা বললো ক্রেমলিন
হাতি-গাধার লড়াই ২০২৪মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি। তবে নিজের এ ঘোষণার পরই বিশ্বনেতারা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।
বুধবার (৬ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এসময় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পকে অভিনন্দন জানাতে কোনও পরিকল্পনার বিষয়ে তিনি অবগত নন। তিনি বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে আমাদের সম্পর্ক ঐতিহাসিক নিম্ন পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ট্রাম্প তার প্রচারাভিযানের সময় ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে চাওয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছিলেন। তবে তিনি পদক্ষেপ নেবেন কিনা তা সময়ই বলে দেবে।
পেসকভ বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে আমরা একটি বন্ধুত্বহীন দেশের কথা বলছি। যারা আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুদ্ধে জড়িত (ইউক্রেনে)।
ক্রেমলিনের মুখপাত্র বলেন, আমরা বারবার বলেছি ইউক্রেন সংঘাতের অবসানে অবদান রাখতে যুক্তরাষ্ট্র সক্ষম। তবে হ্যাঁ এটি রাতারাতি করা যাবে না, তবে... মার্কিন যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্র নীতির গতিপথ পরিবর্তন করতে সক্ষম। এটি কি ঘটবে, যদি তাই হয়, কিভাবে... আমরা জানুয়ারির (মার্কিন প্রেসিডেন্টের অভিষেক) পর দেখতে পাবো।
এদিকে, অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত...।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা।
অন্যদিকে ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।
বিশ্বব্যাপী শান্তির জন্য ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নীতিই ইউক্রেনে ন্যায়বিচারের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি, আমরা এটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।