জিততে প্রয়োজন ২৭০: ট্রাম্প ২৬৬

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ম্যাজিক ফিগার ২৭০ হতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের আর প্রয়োজন মাত্র ৪ ইলেকটোরাল কলেজ ভোট।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান সাত রাজ্যের মধ্যে তৃতীয় রাজ্য হিসেবে পেনসিলভানিয়ার ফল প্রকাশ হয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের খবর অনুযায়ী, সেখানে জয় পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর তাঁর এ জয়ের মাধ্যমে ইলেকটোরাল কলেজের ২৬৬টি ভোট নিশ্চিত হলো। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ১৯৪টি ভোট।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত বাকি আছে ৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট। কমলা যদি সেখান থেকে আরও ৭৬টি ইলেকটোরাল কলেজ ভোট বাগিয়ে নিতে পারেন, তাহলে তিনি নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবেন। যা অসম্ভব বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে ট্রাম্পের জন্য এই প্রতিযোগিতা অনেকটাই সহজ বলে মনে হচ্ছে। তিনি ২৬৬টি ইলেকটোরাল কলেজ ভোট নিয়ে এগিয়ে আছেন। তার জয়ের জন্য আর মাত্র প্রয়োজন ৪টি ইলেকটোরাল কলেজ ভোট। ইলেকটোরাল কলেজ ভোটের হিসাবে কমলার চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছেন ট্রাম্প। 

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে অনেকটা পিছিয়ে থাকা কমলা বাতিল করেছেন তার রাতের ভাষণ। কমলা হ্যারিসের প্রচারের সহ-সভাপতি সিড্রিক রিচমন্ড সমর্থকদের বলেছেন, এখনও ভোট গণনা চলছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে, যেখানে ভোট গণনা চলছে। তাই আজ রাতে ভাইস প্রেসিডেন্ট ভাষণ দেবেন না, তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।

হোয়াইট হাউস দখলের লড়াইয়ে কে জয়ী হবেন, কে হাসবেন শেষ হাসি-কমলা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প। এ প্রশ্নের জবাব পেতে এখন শেষ মুহূর্তের অপেক্ষা

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র (নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে) ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন বুথফেরত সমীক্ষায় ডেমোক্র্যাট প্রার্থীকেই এগিয়ে রেখেছিল। কিন্তু ফলের প্রাথমিক প্রবণতা বলছে অন্য অঙ্কের কথা।

৫০টি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া খ্যাত যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি মিলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। নির্বাচনে জয়ী হতে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট প্রয়োজন। একেক রাজ্যে একেক সংখ্যায় ইলেকটোরাল কলেজ ভোট আছে। যে রাজ্যে যে দল জয়ী হয়, সেই রাজ্যের সব ইলেকটোরাল কলেজ ভোট সেই দল পেয়ে যায়। অর্থাৎ উইনার্স গেট অল।