মার্কিন নির্বাচনে দুই মুসলিম নারীর রেকর্ড

  হাতি-গাধার লড়াই ২০২৪
  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডেমোক্রেটদের হতাশার দিনেও আশার আলো হয়ে দাঁড়িয়েছেন দুই মুসলিম নারী রাশিদা তালাইব ও ইলহান ওমর। টানা চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদে জয়ী হলেন দেশটির আইনসভার একমাত্র ফিলিস্তিনি মার্কিন সদস্য রাশিদা তায়েব। তিনি মিশিগান অঙ্গরাজ্যের ১২তম কংগ্রেশনাল ডিসট্রিক্ট থেকে নির্বাচিত হয়েছেন। ওই ডিসট্রিক্টে বড়সংখ্যক আরব–মার্কিন জনগোষ্ঠীর বসবাস। 

আর সোমালিয়ান বংশোদ্ভূত ইলহান ওমর জয় পেয়েছেন মিনেসোটাতে। এর আগে দুইবার তিনি অঞ্চলটির দায়িত্বে ছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিদা তায়েব গাজা যুদ্ধে ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তার জন্য কঠোর সমালোচনা করেছিলেন। তিনি রিপাবলিকান প্রার্থী জেমস হুপারকে পরাজিত করেছেন।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ওমর তার নির্বাচনী প্রচারে কঠোর পরিশ্রমের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।

পোস্টে তিনি লিখেছেন, “আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। নির্বাচনী প্রচারণায় আমরা এক লাখ ১৭ হাজার ৭১৬ জনের বাসায় গিয়েছি। আমরা এক লাখ ৮ হাজার ২২৬টি কল করেছি ও এক লাখ ৪৭ হাজার ৩২৩টি ম্যাসেজ পাঠিয়েছি। এটি আমাদের সকলের ভালো ভবিষ্যতের জন্য একটি বিজয়। আমি আগামী দুই বছর আপনাদের সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে উন্মুখ হয়ে আছি।”

তালেব এবং ওমর দুজনেই "দ্য স্কোয়াড" নামে পরিচিত আইন প্রণেতাদের অনানুষ্ঠানিক গোষ্ঠীর সদস্য। এই গোষ্ঠীটি আলেকজান্দ্রা ওকাসিও-কর্টেজসহ কংগ্রেসের প্রগতিশীল সদস্যদের নিয়ে গঠিত।