ট্রাম্প ২৭৯, কমলা ২২৩

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-06 17:24:17

হোয়াইট হাউসে যাওয়ার ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পার করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার যে আভাস পাওয়া গিয়েছিল তা ফিকে হয়ে গেছে।

বুধবার (৬ নভেম্বর) বিবিসির তথ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৯টি।অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।

এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হয়নি। তবে নিজের এ ঘোষণার পরই বিশ্বনেতারা অভিনন্দন ও শুভেচ্ছাবার্তা দিচ্ছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।

ট্রাম্পকে শুভেচ্ছা জানানো বিশ্বনেতাদের মধ্যে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যুক্তরাজ্যর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অভিনন্দন বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, সম্মান এবং উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে আরও শান্তি ও সমৃদ্ধির জন্য আমরা চার বছর একসঙ্গে কাজ করতে প্রস্তুত...।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পকে ‘ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের’ জন্য অভিনন্দন জানিয়েছেন। এক্স–এ দেওয়া পোস্টে তিনি বলেন, প্রিয় ডোনাল্ড এবং মেলানিয়া ট্রাম্প, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনাদের ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতির বার্তা।

অন্যদিকে ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

বিশ্বব্যাপী শান্তির জন্য ‘শক্তির মাধ্যমে শান্তি’ নীতির প্রতি ট্রাম্পের প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই নীতিই ইউক্রেনে ন্যায়বিচারের শান্তি প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা রাখতে পারে। আশা করি, আমরা এটি বাস্তবায়নে একসঙ্গে কাজ করব।

ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন। আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প এ জয়কে ‘রাজনৈতিক বিজয়’ বলে মন্তব্য করে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানান। তার বক্তব্যর সময় পাম বিচের জড়ো হওয়া জনতারা ‘আমেরিকা’, ‘আমেরিকা’, ‘আমেরিকা’ বলে চিৎকার করতে থাকে।

ভোটের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছিল, ইতিহাস তৈরির হাতছানি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সামনে। অপরদিকে গত নির্বাচনে পরাজয়ের গ্লানি মুছে প্রত্যাবর্তনের প্রত্যয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। তবে জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়েছিল।

কমলা হ্যারিস-ডোনাল্ড ট্রাম্প ছাড়াও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির জিল স্টেইন, লিবারটারিয়ান পার্টির চেইস অলিভার, স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ. কেনেডি জুনিয়র (নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেও এখনো বেশিরভাগ অঙ্গরাজ্যের ব্যালটে তার নাম রয়েছে) ও করনেল ওয়েস্ট (স্বতন্ত্র) প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Related News