ট্রাম্পের বিজয়ে যে প্রতিক্রিয়া জানাল মুসলিম বিশ্ব

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম | 2024-11-06 18:34:17

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস জয় পেয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে হোয়াইট হাউসে যাওয়ার ম্যাজিক ফিগার ২৭০ ইলেকটোরাল কলেজ ভোট পার করেছেন তিনি। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ট্রাম্প পেয়েছেন ২৭৯টি এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ভোট।

এরই মধ্যে পাগলাটে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলেছেন। আর এ বিজয় ঘোষণার পরপরই তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব নেতারা। এছাড়া আমেরিকার পরবর্তী এ প্রেসিডেন্টকে নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন সৌদি আরব, ইরান, তুরস্ক, পাকিস্তান, হামাস, মিশর, কাতারসহ মুসলিম বিশ্বের নেতারাও। খবর আল জাজিরা।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি বলেছেন, তিনি ‘অঞ্চল এবং বিশ্বব্যাপী নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে’ আবার ট্রাম্পের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছেন।

মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বলেছেন, তিনি আশা করেন ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করবে।

সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, ‘আমি তার সর্বাত্মক সাফল্য কামনা করি...। আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে একসাথে শান্তিতে পৌঁছানোর জন্য কাজ করবো। মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্বপূর্ণ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার জন্য উন্মুখ।

ইরানের মন্ত্রিসভার বৈঠকের পর সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সাংবাদিকদের বলেন, মার্কিন নির্বাচনের কারণে ইরানিদের জীবিকা প্রভাবিত হবে না।

তিনি বলেন, ‘মার্কিন নির্বাচন আসলে আমাদের ব্যবসা নয়। আমাদের নীতিগুলি স্থির এবং ব্যক্তির উপর ভিত্তি করে পরিবর্তিত হয় না। আমরা আগেও প্রয়োজনীয় ভবিষ্যদ্বাণী করেছি এবং মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে না।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এক বিবৃতিতে বলেছে, ‘নতুন মার্কিন প্রশাসনের বিষয়ে আমাদের অবস্থান নির্ভর করে আমাদের ফিলিস্তিনি জনগণের প্রতি তার অবস্থান এবং বাস্তব আচরণ, তাদের বৈধ অধিকার এবং তাদের ন্যায্য কারণের উপর।

নতুন রাষ্ট্রপতিকে অবশ্যই গাজার ওপর আগ্রাসন প্রত্যাখ্যানকারী আমেরিকান সম্প্রদায়ের কণ্ঠস্বর শুনতে হবে উল্লেখ করে বিবৃতিতে হামাস জানায়, নতুন মার্কিন প্রশাসনকে ‘অবশ্যই বুঝতে হবে যে আমাদের জনগণ দখলদারিত্বের মোকাবিলা করে চলেছে এবং তা মেনে নেবে না।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান তার বন্ধু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে তিনি বলেন, আমি বিশ্বাস করি ... আমেরিকান জনগণের নির্বাচনের মাধ্যমে শুরু হওয়া এই নতুন যুগে একটি ন্যায্য বিশ্বের জন্য আরও প্রচেষ্টা করা হবে। তিনি আশা করেন এ বিজয়ে যে আঞ্চলিক যুদ্ধের অবসান ঘটবে।

সৌদি সরকারি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় রাজা ‘দুই বন্ধুত্বপূর্ণ দেশ এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রশংসা করেছেন। এ ঘনিষ্ঠ সম্পর্ক সকল ক্ষেত্রে শক্তিশালী এবং বিকাশ করতে চায়।

দ্বিতীয় মেয়াদে ঐতিহাসিক বিজয়ের জন্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, পাকিস্তান-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী ও প্রসারিত করতে আগত প্রশাসনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

Related News