মারকো রুবিও হবেন পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী!

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2024-11-12 10:38:55

ডোনাল্ড ট্রাম্পের একসময়ের প্রতিপক্ষ এবং এবারের নির্বাচনে তারই হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সেই মারকো রুবিও (৫৩) হতে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

পরবর্তী মার্কিন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে সিনেটর মারকো রুবিওকেই বেছে নেবেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সংবাদমাধ্যমগুলো এমনটাই ধারণা দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএসনিউজ স্থানীয় সোমবার (১১ নভেম্বর) এ বিষয়ে একটি খবর প্রকাশ করে।

খবরে বলা হয়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের সিনেটর মারকো রুবিওকেই মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছেন নেবেন ডোনাল্ড ট্রাম্প এমনটাই ধারণা করা হচ্ছে।

সিবিএস জানাচ্ছে, এ বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত না হলেও রিপাবলিকান দলের ঘনিষ্ঠ দুটি সূত্র থেকে তারা এ তথ্য জানতে পেরেছে।

জানা যায়, ২০১৬ সালের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়নের দৌড়ে ফ্লোরিডা অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই পর্বে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন মারকো রুবিও।

সেসময় ডোনাল্ড ট্রাম্প তাকে ‘লিটল মারকো’ (ছোট মারকো) বলে অভিহিত করেছিলেন।

সেই দুই প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক পরবর্তীতে বন্ধুত্বে পরিণত হয়। সেই বন্ধুত্ব আরো গভীর হয়ে এবার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সিনেট ফরেন রিলেশনস কমিটি এবং রিপাবলিকান দলের সিনেট ইন্টেলিজেন্স কমিটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন মারকো রুবিও।

দ্য নিউ ইয়র্ক টাইমসই প্রথম এক সংবাদ প্রতিবেদনে জানায় যে, মারকো রুবিও হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তবে মারকো রুবিওয়ের মুখপাত্র তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

২০২৫ সালের জানুয়ারি মাসে রিপাবলিকান দল সিনেটের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। সেটিই হবে মারকো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের সহজ পথ।

প্রসঙ্গত, চলতি নভেম্বরের ৫ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হন। তিনিই হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।

Related News