বোমাতঙ্কে কলকাতাগামী ফ্লাইটের জরুরি অবতরণ
কলকাতাগামী ভারতীয় সংস্থা ইন্ডিগোর একটি ফ্লাইট বোমা আতঙ্কে ছত্তিশগড়ের রায়পুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে রায়পুর বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
জানা গেছে, ইন্ডিগোর ওই ফ্লাইটটিতে ১৮৭ জন যাত্রীসহ ছয়জন ক্রু ছিলেন।
রায়পুরের সিনিয়র পুলিশ সুপার সন্তোষ সিং বলেন, বিমানবন্দর কর্তৃপক্ষ হুমকি পাওয়ার পরে নাগপুর থেকে কলকাতার উদ্দেশে উড্ডয়ন করা উড়োজাহাজকে সরিয়ে নেওয়া হয়েছিল। উড়োজাহাজটি ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের বিমানবন্দরে সকাল ৯টার কিছু পরে অবতরণ করে। পরে নিরাপত্তা পরীক্ষার জন্য দ্রুত বিচ্ছিন্ন উপসাগরে নেওয়া হয়।
তিনি আরও বলেন, কারিগরি কর্মীরা এবং বোমা স্কোয়াডের সদস্যরা উড়োজাহাজটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছেন।
প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে একাধিক ভারতীয় বিমান সংস্থার কাছে বোমা রাখা রয়েছে বলে হুমকি পাঠানো হচ্ছে। অন্তর্দেশীয় প্লেন তো বটেই, আন্তর্জাতিক প্লেনেও একাধিকবার বোমাতঙ্ক খবর আসে। যদিও পরে দেখা যায়, প্লেনে বোমা রাখার তথ্য ভুয়া। কারণ তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি ৷ এদিকে একের পর এক প্লেনে বোমাতঙ্কের ঘটনায় উদ্বেগ বেড়েই চলেছে ভারত সরকারের ৷ এমন পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বেসামরিক বিমান মন্ত্রণালয় ৷ এই ধরনের ভুয়া হুমকির মোকাবিলায় কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা হবে বলে জানানো হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে৷
প্লেনের পাশাপাশি দেশটির ট্রেনেও বোমাতঙ্কের খবর ছড়িয়ে পড়ে দিন দশেক আগে ৷ যার জেরে উত্তরপ্রদেশে থেমে যায় ক্রান্তি এক্সপ্রেস ৷ বারংবার কারা এই ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার জন্য তদন্ত শুরু হয়েছে ৷