এক্সে আর নিউজ পোস্ট করবে না ‘দ্য গার্ডিয়ান’

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

এক্সে আর নিউজ পোস্ট করবে না দ্য গার্ডিয়ান

এক্সে আর নিউজ পোস্ট করবে না দ্য গার্ডিয়ান

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সংবাদমাধ্যমের বহুল ব্যবহৃত মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’-এ (সাবেক টুইটার) আর কোনো সংবাদ পোস্ট করবে না ব্রিটেনের বিখ্যাত সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সংবাদমাধ্যমটির অভিযোগ, মার্কিন ধনকুবের ইলন মাস্ক ২০২২ সালে মাইক্রোব্লগিং সাইট এক্স কিনে নেওয়ার পর থেকে সেখানে ‘ভ্রান্ত তথ্যের ছড়াছড়ি’ ছাড়াও ‘বৈষম্যমূলক’ এবং ‘ডানপন্থার মিথ্যা ষড়যন্ত্র তত্ত্বের প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ান-এর সম্পাদকীয় বক্তব্যের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ খবর জানায়।

খবরে বলা হয়, বামঘেঁষা ব্রিটেনের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তারা মাইক্রোব্লগিং সাইট এক্স-এ (সাবেক টুইটার) আর কোনো সংবাদ পোস্ট করবে না।

বিজ্ঞাপন

এক্স-এ দ্য গার্ডিয়ান-এর মোট ১০.৭ মিলিয়ন (১‌ কোটি ৭ লাখ) ফলোয়ার রয়েছে।

দ্য গার্ডিয়ানই ব্রিটেনের সবচেয়ে বড় সংবাদমাধ্যম যেটি প্রথমবারের মতো এক্স থেকে সরে দাঁড়ালো।

সমালোচকদের অভিযোগ, মাইক্রোব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এর মালিক ইলন মাস্ক ‘অসত্য’ এবং ‘ঘৃণা ছড়ানোমূলক বক্তব্য’ প্রকাশের অনুমতি দিয়েছে এক্স-এ।

দ্য গার্ডিয়ান-এ প্রকাশিত সম্পাদকীয়তে বলা হয়, ‘আমরা মনে করি, এক্স এখন অমূলক নেতিবাচক তথ্য প্রচারের সুযোগ নিচ্ছে। সে কারণে আমরা সাংবাদিকতার ধারাবাহিকতা ধরে রাখতে অন্য কোনো মাধ্যম বেছে নেবো।

আমরা আরো বলতে চাই, এক্স এখন বিরক্তিকর বিষয় প্রচারণার মাধ্যম হয়ে উঠেছে। শুধু তাই-ই নয়, এটি দক্ষিণপন্থার ষড়যন্ত্রের তত্ত্ব ও বৈষম্যমূলক আচরণের প্ল্যাটফর্ম হয়ে গেছে’।

এদিকে, দ্য গার্ডিয়ান-এর এ বক্তব্যের জবাবে এক্স-এর মালিক ইলন মাস্ক বলেন, ‘তারা অসঙ্গতিপূর্ণ কথা বলেছে’!

দ্য গার্ডিয়ান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল ‘ক্যাবল নিউজ নেটওয়ার্ক-এর (এনএনসি) সাবেক সঞ্চালক ডন লেমনও বুধবার এক্স-এ পোস্ট করা এক বার্তায় জানিয়েছেন, তিনিও এক্স পরিত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এক্স-এর বার্তায় লেমন বলেন, ‘আমি একদিন বিশ্বাস করতাম যে, ভালো বিতর্ক, আলোচনা, স্বচ্ছতা এবং বাক স্বাধীনতার প্ল্যাটফর্ম ছিল এক্স। কিন্তু আমি এখন মনে করি, এই প্ল্যাটফর্মটি সেই উদ্দেশ্যে আর ব্যবহার করা হচ্ছে না’।

এর আগে চলতি বছরের মার্চ মাসে লেমন বলেছিলেন, একজন বিলিওনিয়রের সাক্ষাৎকার প্রচারের পর ইলন মাস্ক এক্স-এ তার অংশীদারিত্ব বাতিল করে দেন।

চলতি নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রচারণায় অংশ নেন ইলন মাস্ক। প্রচারণার সময় ইলন মাস্ক জানিয়েছিলেন, তিনি বাক-স্বাধীনতায় বিশ্বাস করেন।

ব্রিটেনের বার্তাসংস্থা রয়টার্স অক্টোবর মাসে এক প্রতিবেদনে জানায়, এক্স-এ পোস্ট করা সংবাদে বিভিন্ন পর্যালোচনামূলক মন্তব্য আসার পর ব্রিটিশ পুলিশ সংস্থাটিকে এক্স-এ সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকতে বাধ্য করে।

এছাড়াও সাম্প্রতিক মাসগুলোতে ব্রিটিশ অলাভজনক প্রতিষ্ঠান, স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থা জানায়, তারা এক্স পরিত্যাগ করছে।