রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতাবিরোধী অপরাধ করার জন্য মিয়ানমার ডিফেন্স সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান।
বুধবার (২৭ নভেম্বর) করিম খানের অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিস্তৃত, স্বাধীন এবং নিরপেক্ষ তদন্তের পর আমার অফিস এই সিদ্ধান্তে পৌঁছেছে মানবতাবিরোধী অপরাধের জন্য মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মিন অং হ্লাইং দায়ী। তাই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের প্রি-ট্রায়াল চেম্বার ১-এ গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন করেছে।
২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা এবং পরবর্তী সময়ে মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গাদের নির্বাসনের সময় সংঘটিত কথিত অপরাধের তদন্ত ২০১৯ সালের ১৪ নভেম্বর থেকে করছে আইসিসি।
আরও বলা হয়, ব্যাপক, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পর আমার কার্যালয় এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, মিয়ানমার ডিফেন্স সার্ভিসের কমান্ডার-ইন-চিফ সিনিয়র জেনারেল ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মিন অং হ্লাইং মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে।
‘অভিযোগ আছে যে, এই অপরাধগুলো ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে মিয়ানমারের সশস্ত্র বাহিনী, তাতমাদাউ, জাতীয় পুলিশ, বর্ডার গার্ড পুলিশ, পাশাপাশি অ-রোহিঙ্গা বেসামরিকদের দ্বারা সমর্থিত হয়েছিল।’
করিম এ এ খানের অফিস আরও জানায়, মিয়ানমারের একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার জন্য এটিই প্রথম আবেদন এবং আরও আসবে।