তিব্বতের শক্তিশালী ভূমিকম্পে মৃত ১০০ ছুইছুই

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-07 15:38:30

চীনের প্রত্যন্ত তিব্বত অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পে এখনও পর্যন্ত ৯৫ জন মারা গেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, তিব্বতের পাবিত্রমত শহরগুলি কাছে হিমালয়ের উত্তর পাদদেশে সকাল ৯টা ৫ মিনিটে ৭দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পে প্রতিবেশি নেপাল, ভুটান ও ভারতের বিভিন্ন অঞ্চলও কেঁপেছে।

এই ভূমিকম্পে তিব্বতে এখনও পর্যন্ত ৯৫জন নিহত হয়েছে। এছাড়া ১৩০ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চল, নেপাল এবং উত্তর ভারত প্রায়ই ভারতীয় এবং ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে সৃষ্ট ভূমিকম্পে আক্রান্ত হয়।

Related News