অ্যান্টনি ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধে ব্লিঙ্কেন সহযোগী ছিলেন বলে দাবি করেছে হামাস।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আফ্রিকা মহাদেশের আলজেরিয়ায় এক সংবাদ সম্মেলনে হামাস নেতা ওসামা হামদান বলেন, ব্লিঙ্কেনের বক্তব্য বিভ্রান্তিকর। আমরা তাকে বিশ্বাস করি না। তিনি আমাদের জনগণের বিরুদ্ধে বর্বরতম অপরাধের অংশীদার। এ জন্য তাকে বিচারের মুখোমুখি করা হবে। মঙ্গলবার (৭ জানুয়ারি) টাইমস অব ইসরায়েল এই প্রতিবেদন প্রকাশিত করেছে।

বিজ্ঞাপন

এর আগে সম্প্রতি নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেন, হামাসের কারণে গাজায় যুদ্ধবিরতি সম্ভব হচ্ছে না। তিনি বলেন, হামাস চুক্তি করছে না। বিশ্বনেতারা কেন হামাসকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য ও জিম্মিদের ছেড়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছেন না, সেটি পরিষ্কার নয়। তিনি আরও দাবি করেন, ইসরায়েল হামাস নেতাদের নিরাপদ প্রস্থানের প্রস্তাব দিলেও হামাস তা গ্রহণ করেনি।

এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ওসামা হামদান বলেন, ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পেরেছি, কেবলমাত্র অস্ত্রের শক্তি প্রয়োগ করেই ফিলিস্তিনের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব। হামদান আরও বলেন, গাজাকে পুনর্গঠনের কাজ ইসরায়েলের শর্ত ছাড়াই শুরু হতে হবে। আমরা আশা করি, খুব শিগগিরই এটি সম্ভব হবে।

বিজ্ঞাপন

গাজার শাসনের জন্য একটি জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হামদান। এই কমিটি দুর্নীতিমুক্ত হবে এবং গাজার মানুষের অধিকার রক্ষা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হামাস নেতা হামদান আরও জানান, শুধু ব্লিঙ্কেন নয়, ইসরায়েলি সেনাদেরও যুদ্ধাপরাধের জন্য আইনের মুখোমুখি করা হবে। এই হুঁশিয়ারির মাধ্যমে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযোগকে আরও শক্তিশালী করার চেষ্টা করছে।