অস্ট্রেলিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, দুই বিদেশি পর্যটকসহ নিহত ৩
অস্ট্রেলিয়ায় উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই বিদেশি পর্যটকসহ ৩ জন নিহত হয়েছেন। আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার (৮ জানুয়ারি) কর্তৃপক্ষের ভবরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রয়টার্স জানায়, পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের শহরের রটনেস্ট দ্বীপের কাছে একটি হালকা বিমান বিধ্বস্ত হয়ে সুইজারল্যান্ড ও ডেনমার্কের দুই পর্যটক এবং পাইলট নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে।
এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন সুইস ও ডেনিশ নাগরিক, আর বাকি দুজন পশ্চিম অস্ট্রেলিয়ান।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রিমিয়ার রজার কুক এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগে একটি পাথরে আঘাত করেছিল। নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি আমার সমবেদনা। প্রত্যেকের জন্য নিঃসন্দেহে এটি খুবই কঠিন।”
প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আমরা রয়েছি। এ ঘটনার তদন্ত করা হবে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো বুধবার নিশ্চিত করেছে, তারা দুর্ঘটনার তদন্ত করবে।