কিম জং উনের খোঁজ নিলেন ডোনাল্ড ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2025-01-21 10:22:29

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের খোঁজ নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে বিবিসি। 

প্রতিবেদনে বলা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত মার্কিন সামরিক সদস্যদের সাথে কথা বলার সময় কিম জং উনের সম্পর্কে জানতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 

এসময় ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা সাবই কেমন আছেন? কিম জং উন কেমন আছে?

এরপর দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত, কমান্ড সার্জেন্ট মেজর রবিন বোলমার ট্রাম্পকে তার রাষ্ট্রপতি পদে ফিরে স্বাগত জানিয়ে বলেন, আমরা আপনাকে গ্রহণ করতে প্রস্তুত, মিস্টার প্রেসিডেন্ট।

Related News