হত্যা মামলায় সাবেক এমপি লতিফ ৩ দিনের রিমান্ডে

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-10-30 22:27:31

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং মডেল থানার একটি হত্যা মামলায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বিকেল পৌনে চারটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয় লতিফকে। এ সময় তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়। রিমান্ড শেষে পুনরায় তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।

পিপি বলেন, ডবলমুরিং থানার মো. আলম হত্যা মামলায় সাবেক এমপি এমএ লতিফকে জিজ্ঞাসাবাদ করতে ডবলমুরিং থানার পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেলে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের সামনে আনন্দ মিছিল বের করা হয়। বিপরীতে কিছু দুষ্কৃতকারী অস্ত্র নিয়ে নগরের বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ করে।

এ সময় মসজিদ থেকে নামাজ শেষে বাসায় ফেরার পথে হঠাৎ দুষ্কৃতিকারীদের ছোড়া গুলি লাগে মো. আলমের মাথায়। পরে মো. আলমকে উদ্ধার করে চট্টগ্রাম মা ও শিশু ও মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Related News