ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
  • |
  • Font increase
  • Font Decrease

ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আটক

নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টুকে আটক করে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী।

বিজ্ঞাপন

এর আগে তাকে গতকাল রাতে খগাখরিবাড়ি ইউনিয়নের তার এক ভগ্নিপতির বাড়ি থেকে আটক করা হয়।

আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

এবিষয়ে ওসি আরও বলেন, ৫ আগস্টের পরে তিনি আত্মগোপনে ছিলেন। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযোগের কারণে আনোয়ারুল হক সরকার মিন্টুকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।