চাঁদপুরে জাহাজে সাত খুন: আসামি ইরফানকে সাত দিনের রিমান্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাঁদপুরে জাহাজে সাত খুনের ঘটনায় আসামি আকাশ মন্ডল ওরফে ইরফানকে সাত দিনের রিমান্ড দিয়েছেন জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালত।

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শরীফ মো. সায়েম।

বিজ্ঞাপন

এর আগে বিকেলে কুমিল্লা র‍্যাব-১১ আসামিকে চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে হস্তান্তর করে। ওইসময় নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান গ্রেফতারকৃত আসামি ইরফানকে বুঝে নেয়। পরে তাকে চাঁদপুর আদালতে তোলা হলে জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে ১০ দিনের রিমান্ড চান পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে জাহাজে সাত খুনের ঘটনায় জাহাজের মালিক মাহবুব মোর্শেদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাইমচর হরিনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ কালাম খাঁন বলেন, রিমান্ডে আনার পর হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।