সুপ্রিম কোর্টে অপ্রীতিকর ঘটনায় প্রধান বিচারপতির উদ্বেগ

, আইন-আদালত

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-28 13:22:49

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বুধবার ঘটে যাওয়া অনভিপ্রেত ঘটনাসহ দেশব্যাপী বিচারিক প্রাঙ্গণে ঘটে যাওয়া নজিরবিহীন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রধান বিচারপতির কার্যালয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিবৃতিতে প্রধান বিচারপতির কার্যালয় দেশজুড়ে বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গতকাল যে অনভিপ্রেত ঘটনা সংঘটিত হয়েছে এবং দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যে সব অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে-সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।

আরও বলা হয়, দেশের আদালতসমূহ যাতে বিচারপ্রার্থীদেরকে নির্বিঘ্নে বিচারসেবা প্রদান করতে পারে সে লক্ষ্যে সুপ্রিম কোর্ট সামগ্রিক বিষয়াবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সব প্রতিকূলতা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিত সত্ত্বেও দেশের আদালতসমূহে বিচারসেবা প্রদান অব্যাহত রয়েছে।

প্রধান বিচারপতি দেশের আদালতসমূহে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধ করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে দেশের বৃহত্তর স্বার্থে বিচারপ্রার্থী জনগণকে বিচারসেবা প্রদানের ধারা অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছেন প্রধান বিচারপতি।

Related News