স্বামীকে হত্যা: সিলেটে পরকীয়া প্রেমিকসহ ৩ জনের ফাঁসি

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরকীয়ার জেরে সিলেটের জাফলংয়ে একটি আবাসিক হোটেলে নিয়ে স্বামী ইমরানকে হত্যা মামলায় স্ত্রী খুশনাহার ও তার পরকীয়া প্রেমিকসহ ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা জজ ৪র্থ আদালতের বেঞ্চ সহকারী কবির হোসেন।

তিনি জানান, ২০২৩ সালের ১৬ এপ্রিল দুপুরে গোয়াইনঘাট উপজেলার জাফলং বাল্লাঘাটের একটি আবাসিক হোটেলের নিচ থেকে কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে আল ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় পলিয়ে যায় ওই যুবকের স্ত্রী।

বিজ্ঞাপন

পরে এই যুবকের বাবা আব্দুল জব্বার বাদী হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ তদন্ত ও আদালতে সাক্ষীদের জবানবন্দি শেষে আদালত বৃহস্পতিবার মামলার ৩ আসামির সবার ফাঁসির রায় দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নিহতে স্ত্রী খুশনাহার (২২), নাদিম আহমদ নাইম (১৯) ও মাহমুদুল হাসান (২২)।

পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিধিবহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ওষুধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। পরে কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

মামলার ২৮ স্বাক্ষীর মধ্যে ১৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া মরদেহ গুম করার অভিযোগে খুশনাহার ও নাদিমকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।