নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2024-10-14 17:11:55

নরসিংদীর পলাশে অবৈধ ব্যাটারি কারখানা বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে পলাশ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, ৭/৮ বছর ধরে পলাশের ফুলবাড়িয়া গ্রামে চায়নার কিছু লোক একটি টেক্সটাইল মিল ভাড়া নিয়ে স্থানীয় কিছু লোকদের দ্বারা অবৈধভাবে ব্যাটারি কারখানা পরিচালনা করছেন। এর ফলে তিনটি গ্রামের প্রায় তিন হাজার বিঘা জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।

তারা আরও জানান, ব্যাটারি তৈরির অবশিষ্ট ক্যামিক্যাল বর্জ্য পাশের জমির পানিতে ফেলা হয়। ফলে পানিতে মিশে সমস্ত জমি নষ্ট হয়ে যাচ্ছে। কারখানার বর্জ্যে জমির মাটি কালচে হয়ে চাষাবাদের অনুপযোগী হয়ে গেছে। শুধু তাই নয়, নলকূপের পানি পানের অনুপযোগী হয়ে যাচ্ছে।

এছাড়া কারখানার উচ্ছিষ্ট বর্জ্য বাতাসে ছেড়ে দেওয়ার ফলে শরীরে বিভিন্ন রোগ জীবাণুর মাধ্যমে আশপাশের মানুষ আক্রান্ত হচ্ছে। এই কারখানা বন্ধের জন্য বিভিন্ন দফতরে আবেদন দিয়ে আন্দোলন করায় বিগত আওয়ামী লীগের নেতাকর্মীরা মামলা দিয়ে হয়রানি করেছে। আর এখন স্থানীয় প্রভাবশালীরা নানা ভাবে ভয়ভীতি দেখাচ্ছে।

Related News