চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে শো-রুম উদ্বোধনে বাধার শঙ্কায় আসলেন না ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার দিকে আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামের একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল চট্টগ্রামের মেয়ে মেহজাবীনের। এর আগে তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দেয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তাওহীদি জনতার’ ব্যানারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।
তিনি বার্তা২৪.কমকে বলেন, আগের দিন একজন আলেম ওই শো-রুমটি উদ্বোধন করেন। এরপর মেহজাবীনকে দিয়ে পুনরায় কেক কেটে শো-রুমটি উদ্বোধনের পরিকল্পনা করেছিল মালিক কর্তৃপক্ষ। কিন্তু বিষয়টি মানতে পারেননি স্থানীয়রা। তারা বলেছেন, যে দোকান একজন আলেমকে দিয়ে উদ্বোধন করা হয়েছে সেটি আবার একজন অভিনেত্রীকে দিয়ে কেন করা হবে। তারা এটিকে ওই আলেমের প্রতি অসম্মান হিসেবে দেখে প্রতিরোধের ঘোষণা দেন। বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শো-রুম উদ্বোধনে আসেননি।
শো রুম উদ্বোধন অনুষ্ঠানে আসা কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সেজন্য তিনি অনুষ্ঠানে আসেননি।
এ বিষয়ে খুকি লাইফস্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ হোসেন বলেন, পলিটিক্যাল প্রবলেমের কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।
এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। স্থানীয় ভক্ত-অনুসারীদের ওই অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।