রাজধানীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের আশ্বাসে গত দু’দিন ধরে চলা আন্দোলন প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম ও শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষার্থী প্রতিনিধিরা।
বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করা সম্ভব কিনা, সে বিষয়ে পর্যবেক্ষণ করতে আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আপাতত রাজপথে থাকছেন না শিক্ষার্থীরা।
এ বিষয়ে তিতুমীর কলেজের শিক্ষার্থী মতিউর রহমান জয় গণমাধ্যমকে বলেন, আলোচনায় সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন এবং আমাদের দাবি পর্যালোচনার আশ্বাস দেওয়া হয়েছে। কমিটি অনুসন্ধান করে একটি প্রতিবেদন জমা দেবে। আমরা প্রস্তাবটি গ্রহণ করেছি এবং এ সময়ের জন্য আন্দোলন প্রত্যাহার করছি।
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ডক্টর আমিনুল ইসলাম বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি গঠন করা হবে। তারা পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে।
শিক্ষার্থীদের দাবি, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।
এর আগে, গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত মহাখালি মোড়ে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে মহাখালি রেল ক্রসিংয় অতিক্রম করতে থাকা একটি আন্তঃনগর ট্রেনে হামলা চালায় আন্দোলনকারীরা। এতে তাদের ইট-পাথরের ঢিলে ট্রেন যাত্রীদের মধ্যে অনেক নারী-শিশু আহত ও রক্তাক্ত হয়। যা নিয়ে দেশব্যাপী তীব্র সমালোচনার সৃষ্টি হয়।