তেঁতুলিয়া নদীতে জেলের জালে ৪০ কেজির কচ্ছপ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

জেলের জালে ৪০ কেজির কচ্ছপ/ছবি: সংগৃহীত

জেলের জালে ৪০ কেজির কচ্ছপ/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনার তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে বজলু হাওলাদার নামের এক জেলের জালে ধরা পড়েছে ৪০ কেজি ওজনের একটি বিশাল কচ্ছপ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দশমিনার রনগোপালদী ইউনিয়নের তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীর তীরবর্তী পাতার চর এলাকায় জাল ফেলতে গিয়েছিলেন জেলে বজলু হাওলাদার। জাল টানার একপর্যায়ে বিশাল আকারের কচ্ছপটি উঠে আসে। কচ্ছপটি তীরে আনা হলে শত শত মানুষ এক নজর দেখতে ভিড় জমায়। পরে স্থানীয়দের পরামর্শে কচ্ছপটি আবার নদীতে ছেড়ে দেওয়া হয়।

জেলে বজলু হাওলাদার বলেন, "১২ মাস এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। মঙ্গলবার দুপুরে মাছ ধরার সময় জাল টেনে দেখি বিশাল একটি কচ্ছপ ধরা পড়েছে। ট্রলারে তুলে তীরে আনি। পরে স্থানীয়দের কথায় কচ্ছপটি নদীতে ছেড়ে দিয়েছি।"

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী মো. শাহ আলম অপু জানান, "এত বড় কচ্ছপ আগে কখনো দেখিনি। তীরে আনার সঙ্গে সঙ্গে সবাই দেখতে আসে। পরে স্থানীয়রা কচ্ছপটি তেঁতুলিয়া নদীতে ছেড়ে দেয়।"