গলাচিপায় গৃহবধূ হত্যা, প্রধান আসামী গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী
  • |
  • Font increase
  • Font Decrease

প্রধান আসামী গ্রেফতার/ছবি: সংগৃহীত

প্রধান আসামী গ্রেফতার/ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় চাঞ্চল্যকর গৃহবধূ খাদিজা বেগম হত্যার সন্দেহভাজন প্রধান আসামী মোহাম্মদ গিয়াস প্যাদাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গলাচিপা ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযানে গিয়ে গিয়াস প্যাদাকে আটক করেন এবং পরে গলাচিপা থানায় নিয়ে আসেন।

বিজ্ঞাপন

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান জানান, খাদিজা বেগম হত্যা মামলাসহ অন্যান্য মামলা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্তের একপর্যায়ে গিয়াস প্যাদাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা চলমান ছিল এবং বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, গত ২১ আগস্ট সকালে চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামে বসতঘরে গলা কেটে হত্যা করা হয় গৃহবধূ খাদিজা বেগমকে। এ ঘটনায় তার স্বামী মো. মানিক প্যাদা বাদী হয়ে গলাচিপা থানায় অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। তিন মাসের মাথায় প্রধান আসামী গিয়াস প্যাদাকে গ্রেফতার করলো পুলিশ, যা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

বিজ্ঞাপন