গুলশান থেকে অপহরণের আট ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-26 21:03:00

রাজধানীর গুলশানে দিনে দুপুরে আইয়ুব খান নামে এক আবাসন ব্যবসায়ীকে অপহরণের আট ঘণ্টা পর বনানী থেকে তাকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস বাংলা গ্রুপের ম্যানেজার ও ভুক্তভোগীর ব্যবসায়ীক পার্টনার তানবীর সিদ্দিকী।

তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে তাকে বনানী থেকে উদ্ধার করা হয়েছে। সে এখন আমাদের কাছে আছেন।

এর আগে দুপুর দেড়টার দিকে গুলশান-২ এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত খান বলেন, এ ঘটনায় আমরা একজনকে আটক করেছি।

পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, ব্যক্তিগত কাজে আইয়ুব খান মঙ্গলবার দুপুরে গুলশানে আসেন। কাজ শেষে ডিসিসি মার্কেটের সামনে নিজের গাড়িতে ওঠার সময় কয়েকজন ব্যক্তি তার গাড়ি চালককে মারধোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর গাড়িটি নিয়ন্ত্রণে নিয়ে বনানীর দিকে রওনা হন তারা। পরবর্তীতে পরিবারের লোকজন আইয়ুব খানের মোবাইলে ফোন করলে দুর্বৃত্তরা ফোন রিসিভ করে প্রথমে ১০ লাখ টাকা এবং পরে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

Related News