মোহাম্মদপুর থেকে দুইটি অবৈধ অস্ত্র উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪. কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) রাজধানী মোহাম্মদপুরের পৃথক দুই স্থান থেকে দুইটি অবৈধ অস্ত্র উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লক ও লালমাটিয়ার এফ ব্লকের দুইটি পৃথক বাসা থেকে অবৈধ অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির একটি আভিযানিক দল জানতে পারে, মো. ফারুক আহমেদ ও মো. গোলাম আযম চৌধুরী নামের দুই ব্যক্তি তাদের নিজেদের নামে লাইসেন্সকৃত দুটি বন্দুক প্রজ্ঞাপন অনুযায়ী থানায় জমা না দিয়ে নিজেদের হেফাজতে রেখেছেন।

পরে বিকেল আনুমানিক সাড়ে ৪টায় প্রথমে মোহাম্মদপুরের শেরশাহ শুরী রোডের ডি ব্লকে অবস্থিত ফারুক আহমেদের বাসায় যায় সেই আভিযানিক দল। সেখানে তারা জানতে পারে, ফারুক আহমেদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। পরে তারা ওই বাসা থেকে .১২ বোর একনলা একটি বন্দুক জব্দ করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।

এরপর বিকেল আনুমানিক সাড়ে ৫টায় ওই আভিযানিক দলটি লালমাটিয়ার এফ ব্লক অবস্থিত মো. গোলাম আযম চৌধুরীর বাসায় যায় এবং জানতে পারে তিনি দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় রয়েছেন। পরে আভিযানিক দলটি ওই বাসা থেকে .১২ বোর দোনলা একটি বন্দুক জব্দ করে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে।