পটুয়াখালীর কলাপাড়ায় তিনটি দূরপাল্লার বাস থেকে প্রায় ৩০ ডোল (বিভিন্ন ধরনের প্যাকেট) সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালিত করে হয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) রাতে কলাপাড়া উপজেলার শেখ কামাল সেতু এলাকার কাছে একটি বিশেষ অভিযান পরিচালিত করে এই মাছগুলো উদ্ধার করা হয়।
এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ। উদ্ধারকৃত মাছগুলো কুয়াকাটা, মহিপুর-আলীপুর বন্দর থেকে পাচার হয়ে দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার চেষ্টা করা হচ্ছিল।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পাচারের উদ্দেশ্যে মাছগুলো বিভিন্ন প্যাকেটে ভরে বাসগুলোতে লুকানো হয়েছিল। উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে মাছ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে।