আজ বায়ুদূষণ তালিকায় শীর্ষে দিল্লি, পাঁচ নম্বরে ঢাকা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-02 11:04:38

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে ভারতের দিল্লি আজ বায়ুদূষণ তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে পাঁচ নম্বরে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ৮টা ২৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থার ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বের বায়ুদূষণ তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ২৫৩ অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং এই শহরের দূষণ স্কোর ২২৬ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় নম্বরে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। এই শহরটির দূষণ স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ নম্বরে রয়েছে ঘানার আক্রা। এই শহরটির দূষণ স্কোর ১৮৭ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

এরপর রয়েছে রাজধানী ঢাকা। ঢাকার দূষণ তালিকায় স্কোর ১৭৯ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

Related News