গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, পাঁচ ঘণ্টা বিলম্বে যাত্রা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। পরে বিকল্প ইঞ্জিনে ৫ ঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনটিতে ভ্রমণকারী যাত্রীরা।

সোমবার (২ ডিসেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন থেকে বিকল্প ইঞ্জিনে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে মশাখালী রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকালে গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে পৌঁছলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে মশাখালী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লাইনটি ব্লক হয়ে যায়। ২ নম্বর লাইনে ঢাকা -ময়মনসিংহ রেল যোগাযোগ স্বাভাবিক রাখা হয়।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে বিকল্প (রিলিফ) ইঞ্জিনে এসে পৌনে তিনটার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে গেছে।