রাজধানীর বসিলা এলাকার এএসপি ব্যারাকের সামনের সড়কে রমজান পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে কর্তব্যরত আলভী নামে এক পুলিশ কনস্টেবল বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেল আরোহী তিন রাস্তার মোড় থেকে বসিলার দিকে যাচ্ছিলেন। এসময় বসিলা থেকে রমজান পরিবহনের একটি বাস পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেলটি একটি রিকশাকে ধাক্কা দিয়ে পড়ে যায়। ঘটনাস্থলে হেলমেট ভেঙে তার মাথায় রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বসিলা সড়কে এখন তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মোহাম্মদপুর থানার পুলিশ সদস্যরা ছুটে এসেছেন। মরদেহটি উদ্ধার করে রাস্তার পাশে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
সেখানে কর্তব্যরত আলভী নামে এক পুলিশ কনস্টেবল জানান, তার পরিচয় এখনো জানা যায়নি। কারণ তার মোবাইল ও মানিব্যাগ কেউ নিয়ে গেছে। কেউ তার পরিচয়, বলতে পারছে না। এ ঘটনায় তিন রাস্তার মোড়ে রমজান পরিবহনের বাসটি আটক করা হয়েছে।