গাইবান্ধায় ভুয়া কাগজপত্র দিয়ে ভোটার হতে গিয়ে এক রোহিঙ্গা যুবকসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকাল রোববার দুপুরে জেলার সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাদেরকে আটক করে সাদুল্লাপুর থানা পুলিশ।
কারাগারে যাওয়া তিনজন হলেন- কক্সবাজার বালুখালি ৯নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা লালু মিয়ার ছেলে নুরুল আমিন (২৪), তার দুই সহযোগী সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামের আশরাফুল ইসলাম সরকারের ছেলে তায়েফ সরকার (২৩) এবং তরফ কামাল গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মণের ছেলে জীবনকৃষ্ণ সরকার (৩৪)।
অভিযুক্তদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজউদ্দিন খন্দকার। তিনি মোবাইল ফোনে বার্তা২৪.কমকে বলেন, সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হওয়ার জন্য ভুয়া কাগজপত্রে আবেদন করেন রোহিঙ্গা যুবক নুরুল আমিন। আবেদন প্রক্রিয়া চলাকালে নুরুল আমিনের কথাবার্তায় চরম অসঙ্গতি এবং তার উপস্থাপন করা কাগজপত্র ভুয়া বলে সন্দেহ হয়। পরে যাচাই-বাছাইয়ে ওই যুবকের নাগরিকত্ব ও চারিত্রিক সনদসহ প্রয়োজনীয় নথিপত্র ভুয়া বলে প্রমাণ পায় সাদুল্লাপুর নির্বাচন অফিসের সংশ্লিষ্টরা। এরপর জিজ্ঞাসাবাদে নুরুল আমিন নির্বাচন অফিস সংশ্লিষ্টদের কাছে স্থানীয় দুই ব্যক্তির সহযোগিতায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে এসেছেন বলেও স্বীকার করেন। পরে নির্বাচন অফিসের লোকজন পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে থানায় নেয় সাদুল্লাপুর থানা পুলিশ। পরে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মোমেন বাদি হয়ে রোহিঙ্গা যুবক নুরুল আমিন, স্থানীয় তায়েফ সরকার ও জীবন কৃষ্ণসহ তিনজনের নামে প্রতারণা আইনে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
ওসি আরও জানান, ওই মামলায় তাদেরকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।