রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী বাদশা গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-12-16 06:54:32

রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও কার্তুজসহ সন্ত্রাসী বাদশা মন্ডল (২৮) গ্রেফতার হয়েছে।

গ্রেফতারকৃত বাদশা মন্ডল চন্দনী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাড়াইজুড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদুর হাসান

তিনি জানান, তাদের কাছে তথ্য ছিল বাদশা মন্ডলের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার (১৫ ডিসেম্বর) রাত ৯টা ২০মিনিটে থানা পুলিশ ও ডিবি’র সহযোগিতায় ধাওয়াপাড়া ফেরী ঘাট এলাকায় অভিযান পরিচালনা সন্ত্রাসী বাদশা মন্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি দেশীয় দুইনালা পাইপগান, ২ রাউন্ড তাজা কার্তুজ এবং ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related News