বিজয় হয় নাই এখনও: আ স ম আব্দুর রব

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ভাত-কাপড়ের জন্য কেউ মরবেনা, বিনা চিকিৎসায় কেউ থাকবে না, আমাদের দেশ কেউ দখল করতে আসলে ১৮ কোটি মানুষ একসাথে লড়াই করব, তবেই হবে বিজয়। এখনও আমরা বিজয় লাভ করতে পারিনি। কারো তাবেদারি করার জন্য মুক্তিযুদ্ধ করিনাই বলে মন্তব্য করেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।

সোমবার (১৬ ডিসেম্বর ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, এই লড়াই বাংলার মানুষের লড়াই, এই লড়াইয়ে আমাদের জিততে হবে। বাকিটা আপনারা করবেন, আমি করে গেলাম যতটুক পারলাম।

বিজয় হয়নাই এখনও, যেদিন সবাই ভাত খেতে পারবে, যেদিন সবার কাপড় হবে, যেদিন সবার বাসস্থান হবে, কর্ম হবে, চিকিৎসা হবে, সেইদিনই হবে বিজয়। আর এই মুহূর্তে দরকার সংস্কার।

বিজ্ঞাপন

সংস্কার আগে নাকি নির্বাচন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, আবু সাঈদ কি জীবন দিছে নির্বাচনের জন্য? সংস্কার আগে চাই। নির্বাচন আমরা অবশ্যই চাই, তবে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। এদেশের মানুষ সংস্কার চায়।

এত বছর হইছে এখনও শহীদ মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবিদের তালিকা হয়নাই। এটা কিসের বিজয়! কার বিজয়! এটা স্বৈরাচারের বিজয়, ক্ষমতা হস্তান্তরের বিজয়।