রাজধানীর শেরে বাংলা নগরের মানিক মিয়া এভিনিউতে বিজয় উদযাপন কনসার্ট ঘিরে দর্শনার্থীদের ঢল নেমেছে। কনসার্ট ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
নিরাপত্তায় পোশাকি পুলিশের পাশাপাশি র্যাব, সিআইডি ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও আয়োজক কমিটির পক্ষ থেকে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান এলিট ফোর্সের দুই শতাধিক সদস্যকে অনুষ্ঠানস্থলে রাখা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে গিয়ে দেখা যায়, কনসার্টে যোগ দিতে দলে দলে আসছেন মানুষ। উন্মুক্ত এই কনসার্টে পারফর্ম করবেন জেমস, সৈয়দ আব্দুল হাদী, খুরশিদ আলম, কনকচাঁপা, আসিফ আকবর, বেবী নাজনীন, মনির খান, কণা, ইমরান, প্রীতম, মৌসুমী ও জেফার।
কনসার্টকে কেন্দ্র করে নিরাপত্তার স্বার্থে আসাদ গেট অংশের প্রবেশমুখ বন্ধ করা হয়েছে। এর বিপরীত পাশের সড়ক দুই মুখী করা হয়েছে। ফলে আড়ং থেকে ফার্মগেট অভিমুখে গাড়ি আসছে ধীর গতিতে।
জাতীয় সংসদের সামনের সড়কে ঠিক মাঝ বরাবর তৈরি করা হয়েছে মঞ্চ। মাঝখানের অংশ থেকে খামারবাড়ির মোড় পর্যন্ত কালো কাপড়ে ঘিরে রাখা হয়েছে কনসার্টের জন্য। মাঝে বসার জায়গা রাখা হয়েছে। অনুষ্ঠানস্থলে প্রবেশের মুখ একটাই রাখা হয়েছে, সেটা খামার বাড়ির দিকে। লোকজন খামারবাড়ির অংশ দিয়ে কনসার্টের মঞ্চের দিকে অগ্রসর হচ্ছেন। পুলিশের সদস্যরা অনুষ্ঠানস্থলে আগতদের তল্লাশি করে ঢোকার অনুমতি দিচ্ছেন।
বেসরকারি নিরাপত্তা কোম্পানি এলিট ফোর্সের অপারেশন অফিসার ফজলুল রহমান বলেন, ডগ দিয়ে অনুষ্ঠানস্থলে কোনো ধরনের ঝুঁকি বা বোমা জাতীয় কিছু রাখা আছে কিনা তল্লাশি করা হচ্ছে।
তিনি আরও বলেন, কনসার্টের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দুই শতাধিক সদস্য কাজ করছে।