শটগানসহ জাসদ নেতা মসিক কাউন্সিলর মিন্টু আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-12-28 11:12:35

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি ও মসিক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুকে শটগানসহ আটক করেছে যৌথ বাহিনী। এসময় মিন্টুর ভাতিজা সৈয়দ সজলকেও আটক করা হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১১টায় নগরীর মাদ্রাসা কোয়াটারের নিজ বাসা থেকে তাদেরকে আটক করে যৌথ বাহিনী।

সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, যৌথ বাহিনী ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি এবং মসিকের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ও তার ভাতিজা সৈয়দ সজলকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। তবে, শটগান লাইসেন্স করা নাকি অবৈধ জানতে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related News