২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

২ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের ত্রিশালে ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুট ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

এর আগে, দুপুর সোয়া একটার দিকে ঢাকা-ময়মনসিংহ লাইনের ধলা স্টেশনের আউটার এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনাটি ঘটে।

রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রোববার দুপুর সোয়া একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মহুয়া কমিউটার ট্রেন গফরগাঁও স্টেশনে যাত্রা বিরতির পর ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা করে বন্ধ থাকা ধলা স্টেশনের আউটার সিগনাল এলাকায় ইঞ্জিন বিকল হয়। লাইন ক্লিয়ার না থাকায় এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীণা ট্রেন গফরগাঁও স্টেশনে আটকা পড়ে। পরে ময়মনসিংহ থেকে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন এসে সোয়া তিনটার দিকে মহুয়া কমিউটার ট্রেনকে নিয়ে আউলিয়ার নগর স্টেশনে নিয়ে আসে। পরে মহুয়া ট্রেনটি রিলিফ ইঞ্জিনে সোয়া পাঁচটার দিকে ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়।

বিজ্ঞাপন

আউলিয়ার নগর স্টেশন মাস্টার হাসান আবিদুর রহমান বলেন, মহুয়া কমিউটার ট্রেনটির ইঞ্জিন বিকল হলে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি ট্রেনে আউলিয়ার নগর রেলস্টেশনে নিয়ে আসে। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে সোয়া পাঁচটার দিকে ট্রেনটি আউলিয়ানগর রেলস্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।