আতশবাজি-ফানুস ওড়াতে গিয়ে ৩ শিশুসহ দগ্ধ পাঁচ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

আতশবাজি-ফানুস ওড়াতে গিয়ে ৩ শিশুসহ দগ্ধ পাঁচ

আতশবাজি-ফানুস ওড়াতে গিয়ে ৩ শিশুসহ দগ্ধ পাঁচ

ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে তিনজন শিশু।

এদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি চারজন- সিফান মল্লিক (১২), তাফসির (৩), সেন্টু (৪৫) এবং সম্রাট (২০)—প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিজ্ঞাপন

তাদের দগ্ধের পরিমাণ ১ শতাংশের মতো বলে জানানো হয়েছে। তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনো জানা যায়নি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, "রাতে বিভিন্ন জায়গা থেকে পাঁচজন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে একজন শিশুকে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।