পঞ্চগড়ে আগুন পোহাতে গিয়ে এক বৃদ্ধার মৃত্যু
পঞ্চগড়ের বোদা উপজেলায় আগুন পোহাতে গিয়ে শহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া শহিদা বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের আরাজি চন্দনবাড়ী নতুনহাট গ্রামের মৃত পবার উদ্দীনের স্ত্রী।
নিহতের পারিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, বৃদ্ধা শহিদা শীত নিবারণের জন্য বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির রান্নাঘরের চুলায় আগুন পোহাতে যান। এ সময় অসাবধানতাবশত চুলার আগুনে পড়ে যায় তিনি। এতে তার শরীরের সামনের দিক ঝলসে যায় তাঁর। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দুপুর একটার সময় বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল দশটায় বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মৃত্যুবরণ করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান অগ্নি দগ্ধ হয়ে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিদগ্ধ বৃদ্ধা শহিদার বুক ও হাতের চল্লিশ শতাংশ আগুনে পুড়ে ঝলসে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রোগীর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছিলাম কিন্তু রোগীর স্বজনরা বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা সেবা গ্রহণ করে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।