ভারত একটি সাম্প্রদায়িক হিংস্র রাষ্ট্রে পরিণত হয়েছে: শিমুল বিশ্বাস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-12-28 18:50:07

বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, ইজরায়েলের সংস্পর্শে এসে ভারত একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র থেকে সাম্প্রদায়িক হিংস্র রাষ্ট্রে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের ভূখণ্ড ও সার্বভৌমত্বের জন্য একটি হুমকি হিসেবে দেখা দিয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, শহীদ জিয়াউর রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আধুনিক, স্বাবলম্বী এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের ভিত্তি স্থাপন করেছিল। তিনি দেশের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্ত্র শিল্পসহ বিভিন্ন খাতের উন্নয়নে কাজ শুরু করেছিলেন। যদি তিনি আরও সময় পেতেন, বাংলাদেশ আজ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতো।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান কর্মসংস্থানের জন্য তিনটি ধাপে উদ্যোগ নিয়েছিলেন। তার এই নীতির কারণেই দেশের অর্থনীতি একটি দৃঢ় ভিত্তি পেয়েছিল।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় আহ্বায়ক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সেলিম রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক, ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম জামাল, ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মোঃ আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী মাওলানা মোঃ আলমগীর হোসেন, আলহাজ্ব ক্বারী মাওলানা মোস্তফাসহ কেন্দ্রীয় ও রাজশাহী মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ।

Related News