পাওনা টাকার জন্য মিষ্টি দোকানের কর্মচারীকে কুপিয়ে হত্যা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2024-12-28 19:41:16

মাদারীপুরে গৌতম বসু (২৫) নামের এক দোকান কর্মচারি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীর বিরুদ্ধে।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা শহরের পুরান বাজারে এ ঘটনা ঘটে। নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারান বসুর ছেলে। গৌতম পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদারীপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরাণবাজারের যাদব মিষ্টান্ন ভান্ডারে কাজ করে সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার হারাণ বসুর ছোট ছেলে গৌতম বসু।

সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপন, তার বন্ধু গৌতমের কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। শনিবার সকালে এই ধারের টাকা চাইতে গেলে ক্ষিপ্ত হয়ে ওঠে তপন। পরে বিকেলে মিষ্টির দোকানে কাজ করা অবস্থায় গৌতমকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তপনের বিরুদ্ধে। গৌতমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারী। পরে গুরুতর অবস্থায় আহত গৌমতকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। এ বিষয়ে অপরাধীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Related News