নলছিটিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদফতর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি | 2024-12-29 14:51:06

ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।

রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইট ভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদফতরে অভিযোগ দেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা। পরে অবৈধ ইট ভাটাটি ভেকু দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। 

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আনজুমান নেছা জানান, অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিল আবার চালু করা হয়েছে। এছাড়া কোনো ছাড়পত্র ছিল না। মালিককে যেহেতু পাওয়া যায়নি, তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Related News