নেত্রকোনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করার পর ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মিছিল বের করলেও পুলিশ তাদেরকে আটক করে বিকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ। তিনি বলেন আটকদের বিরুদ্ধে ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামী করে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নেত্রকোনা সদরের নাগড়া বাড়ইপাড়া এলাকার বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), সহ-ক্রীড়া সম্পাদক বড় বাজার এলাকার সজল সরকারের ছেলে সন্দীপ সরকার (২৫), সাবেক পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দুর্গাচরন সাহার ছেলে জয় সাহা (২৫), সাবেক জেলা ছাত্রলীগের সদস্য বড় বাজার এলাকার রাখাল চন্দ্র বণিকের ছেলে সিন্ধ বণিক বিশাল (২৫), পৌর ছাত্রলীগের সদস্য বড় বাজার এলাকার কৃষ্ণ রায়ের ছেলে রাহুল রায় (২৪) ও সাবেক জেলা ছাত্রলীগের সদস্য বারহাট্টা উপজেলার নৈহাটি ইউনিয়নের আজিজুল হকের ছেলে লোকমান হোসেন (২৮)।
বিকালে মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ প্রেরিত এক ক্ষুদে বার্তায় প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে নেত্রকোনা পৌর শহরের বড় মসজিদ এলাকা থেকে একটি ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ঘোষিত নেত্রকোনা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। সংগঠনের যুগ্ম আহবায়ক কৌশিক রায় এবং সুজন মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি টিম ঝটিকা মিছিল নিয়ে শহীদ মিনারের দিকে যেতে থাকে। মিছিলটি তেরিবাজার হয়ে প্রধান সড়ক দিয়ে যাওয়ার সময় টহল পুরিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযান পরিচালানা করে ছয়জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধেী আইনে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের সদস্য হয়েও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র তথা নৈরাজ্য সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনসাধারণকে আতঙ্কিত করার লক্ষ্যে মিছিল করার কারণে তাদেরেকে আটক করা হয়েছে।