রাজধানীতে মাদকসহ গ্রেফতার ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2025-01-07 13:33:53

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ চার কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে শতাধিক বোতল ফেনসিডিল, ইয়াবা ও হিরোইন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-২ এর সহকারী মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার (এএসপি) খান আসিফ তপু। এর আগে সোমবার (৬ জানুয়ারি) একাধিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ইমরান হোসেন (২৩), মোছা. মাহফুজা খাতুন (২২), মোঃ জাকারিয়া (৩৭) ও আরিফ রহমান লিটন ওরফে টাওয়ার লিটন (৩৬)।

তিনি জানান, রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ১১৮ বোতল ফেন্সিডিলসহ ইমরান হোসেন (২৩) ও মোছাঃ মাহফুজা খাতুনকে (২২) গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর সিপিসি-৩ পৃথক আরেক অভিযানে হাজারীবাগ থেকে ৫০ পিস ইয়াবাসহ জাকারিয়া (৩৭)কে গ্রেফতার করা হয়।

আরেক অভিযানে একই ব্যাটালিয়নের সিপিএসসি রায়েরবাজার এলাকা ১২২ গ্রাম হেরোইন ও ৪০ পিস ইয়াবাসহ আরিফ রহমান লিটন ওরফে টাওয়ার লিটন (৩৬)কে গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিরা জানায় যে, রাজধানীসহ আশেপাশের জেলায় মাদকের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা থেকে স্বল্পমূল্যে মাদক কিনে রাজধানীসহ আশপাশের জেলায় বেশি দামে সরবরাহ করে আসছে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Related News