বিএম কলেজের ৪ শিক্ষার্থী পুলিশের কাছে সোপর্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2025-01-08 23:06:20

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের চার শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করেছে সেনাবাহিনী।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটককৃত চার শিক্ষার্থী কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় উদ্ভট আচরণ করছিলেন। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

খবর পেয়ে কোতোয়ালি থানায় পৌঁছান বিএম কলেজের বেশ কিছু শিক্ষার্থী। তারা জানান, আটক শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলার কমিটিতে স্থান পেয়েছিলেন। তবে ওই কমিটি ইতোমধ্যেই বাতিল করা হয়েছে। শিক্ষার্থীদের একাংশের ধারণা, কলেজ ক্যাম্পাসের পাশের শেরে বাংলা স্কুল সংক্রান্ত কোনো ঘটনার জেরে তাদের আটক করা হয়েছে।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ব্রজমোহন কলেজের চার শিক্ষার্থী উদ্ভট আচরণের জন্য আটক করা হয়েছিল। ঘটনাটি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি।

Related News